SCO সম্মলনের উদ্বোধনী ভাষণেই নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন শি জিনপিং। চিনা প্রেসিডেন্ট সোমবার বলেন, 'কারও কোনও দাদাগিরি চলবে না। কোনও বহিরাগতের হস্তক্ষেপ মানব না।' তিয়ানজিনে দেখা গেল, মোদী, জিনপিং ও পুতিন মিলে দেদার খোশগল্প করছেন।