Advertisement

Seetha Amman Temple: শ্রীলঙ্কার সীতা আম্মান মন্দিরে পৌঁছল অযোধ্যার সরযূ নদীর জল

শ্রীলঙ্কার নুওয়ারা এলিয়ার সীতা আম্মান মন্দিরে কুম্বাভিষেকম পূজা চলছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পৌঁছেছেন। এছাড়াও, অযোধ্যা থেকে সরযূ নদীর জলের পাঁচটি পবিত্র কলশ অভিষেক অনুষ্ঠানের জন্য মন্দিরে পৌঁছেছে। সীতা এলিয়া বা অশোক ভাটিকা সেই স্থান বলে মনে করা হয় যেখানে দেবী সীতাকে রাবণ আটকে রেখেছিলেন।

Advertisement
POST A COMMENT