Advertisement

Shubhanshu Shukla Axiom 4 Mission: জয় ভারত! যে মুহূর্তে শুভাংশু মহাকাশ পাড়ি দিলেন, গর্বের মুহূর্তের VIDEO

নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা। শুভাংশু নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাক্সিওম-4 মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে গেলেন। মহাকাশচারীদের দলকে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাডে প্রথেম আনা হয। এরপর শুভাংশু শুক্লা সহ চারজন মহাকাশচারী অ্যাক্সিওম-4 মিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মিশনটি ঠিক দুপুর ১২.০১ মিনিটে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উড়ে যায়। দেখুন সেই মুহূর্তের ভিডিও।

Advertisement
POST A COMMENT