scorecardresearch
 
Advertisement

World Will End In 2060 : আর 36 বছর পরেই সব শেষ! সত্যিই পৃথিবী ধ্বংস হবে? স্যার নিউটনের ভবিষ্যদ্বাণী ফলবে?

World Will End In 2060 : আর 36 বছর পরেই সব শেষ! সত্যিই পৃথিবী ধ্বংস হবে? স্যার নিউটনের ভবিষ্যদ্বাণী ফলবে?

পৃথিবী, চাঁদ, মঙ্গল, সূর্য নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পৃথিবীর ধ্বংস কবে? আপনি কি বলতে পারবেন? তা নিয়ে চর্চার শেষ নেই। তবে এবরা জানা যাচ্ছে যে হাতে আর বেশি সময় নেই। খুব শীঘ্রই নাকি পৃথিবী ধ্বংস হতে চলেছে। আর  এই নিয়ে একের পর এক গবেষণাও চলছে জোর কদমে।  তবে বিশ্ববিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্যর আইজ্যাক নিউটনের ভবিষ্যদ্বাণীই সবচেয়ে সঠিক বলে মনে করা হয়। ঠিক কী বলেছিলেন তিনি? তাঁর ভবিষ্যদ্বাণী কি আদৌ সত্য? অনেকেরই আশঙ্কা, কোনও এক মহাপ্রলয়ে শেষ হবে পৃথিবী। তবে এই দাবিরও কোনও বাস্তব ভিত্তি নেই। অনেক ক্ষেত্রে দাবি করা হয়েছে, ভয়ঙ্কর ভূমিকম্পে শেষ হবে পৃথিবী। তবে এই ধরণের দাবির কোনও বাস্তব ভিত্তি এখনও পাওয়া যায়নি। বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্যর আইজ্যাক নিউটনের ভবিষ্যদ্বাণী করেছিলেন পৃথিবীর ধ্বংসের সময়কাল নিয়ে।

Sir Isaac Newton Predicted The World Would End In 2060 Claims Newton Project Director Is It True

TAGS:
Advertisement