Advertisement

Solar Storm: 21 লক্ষ KM বেগে পৃথিবীতে সৌড়ঝড় ধেয়ে এল, মানবজাতি এবার ধ্বংস হবে?

সূর্য থেকে ঘণ্টায় প্রায় ২১ লক্ষ কিলোমিটার বেগে প্রবাহিত একটি সৌর ঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত হানে। এই সৌর ঝড়ের ফলে শক্তিশালী ভূ-চৌম্বকীয় ক্রিয়া দেখা দেয় যা বিদ্যুৎ গ্রিডের জন্য আগেই সতর্কতা প্রদান করেছিল। প্রতি সেকেন্ডে ৬০০ কিলোমিটারেরও বেশি গতিতে সৌর বায়ুর বিস্ফোরণ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে প্রবেশ করে তীব্র চাপ সৃষ্টি করে। এই ঘটনাটি বিরল নরখাদক করোনা ভরের নির্গমনের (CME) কারণে ঘটে, যেখানে একাধিক বিস্ফোরণ মিশে পর্যুদস্ত হয়ে গ্রহের চৌম্বকীয় ঢালকে আটকানো হয়। এই ঘটনা ভবিষ্যতে ভূ-চৌম্বকীয় প্রভাব মোকাবিলায় গবেষণা ও উন্নত প্রস্তুতির প্রয়োজনীয়তা আরো স্পষ্ট করে।

Solar Storm hits earth at high speed

Advertisement