Advertisement

Sri Lanka Crisis: প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, গণরোষে মৃত্যু সাংসদের, উত্তাল শ্রীলঙ্কা

অর্থনৈতিক সঙ্কট তো ছিলই। এবার বিক্ষোভে রীতিমতো অগ্নিগর্ভ শ্রীলঙ্কা। বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজাপক্ষে। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। জনরোষে মৃত্যু হয়েছে শাসক দলের সাংসদেরও। কয়েকজন বিক্ষোভকারীর প্রাণ গিয়েছে। জখম হয়েছেন ১৫০-র কাছাকাছি মানুষ।

MP suicide fire at ex pm office several injures, sri lanka violence update

Advertisement