scorecardresearch
 
Advertisement

Good News: 70 বছর পর প্রেমিকাকে ফিরে পেলেন প্রেমিক, কামাল Facebook-এর

Good News: 70 বছর পর প্রেমিকাকে ফিরে পেলেন প্রেমিক, কামাল Facebook-এর

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিক। আর 70 বছর পর ফেসবুক মিলিয়ে দিল একে অপরকে। এমনই ঘটনা সম্প্রতি সামনে এসেছে। কিন্তু এমন কী ঘটেছিল যে কারণে 70 টা বছর একে অপরকে ছেড়ে এইভাবে আলাদা থাকলেন, সেটাই জানাবো আপনাদের। জানা যায়, দুজনের মধ্যে প্রেমের শুরুটা হয়েছিল যুদ্ধের আবহে। বোমা আর বারুদের গন্ধ গায়ে মেখেই একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মানুষ ভাবে এক, আর নিয়তি হয় অন্য। দুয়ানে মান এবং পেগি ইয়ামাগুচি তার অন্যতম উদাহরণ হতে পারেন। 1953 সালে 22 বছর বয়সি দুয়ানে কোরিয়ান যুদ্ধে যোগ দিতে জাপানে গিয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় পেগির সঙ্গে। দেখেই পেগির প্রেমে পড়ে যান দুয়ানে। ভিনদেশে যুদ্ধ করতে এসে প্রেমপ্রস্তাব দিয়ে বসেন অচেনা মেয়েকে। দুয়ানের প্রস্তাবে সাড়া দিতে দেরি করেননি পেগিও। প্রেমের সম্পর্ক শুরু হয় সেখান থেকেই। সম্পর্কের বয়স যখন মাস ছয়েক, পেগি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আর ঠিক সেই সময় টোকিয়োতে দুয়ানের থাকার মেয়াদ শেষ হয়। দুয়ানেক দেশে ফিরে যেতে বলা হয়। পরিকল্পনা মাথায় রেখেই দেশে ফেরেন তিনি। কিন্তু এসে দেখেন, তাঁর বাবা সমস্ত জমানো টাকা-পয়সা খরচ করে ফেলছেন। আর কিছুই পরে নেই। টাকাপয়সা ছাড়া পেগির সামনে গিয়ে দাঁড়াতে চাননি দুয়ানে। তাই বুকে পাথর চাপা দিয়ে হলেও পেগির সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। তবে আর্থিকভাবে স্বচ্ছল হতে দেশেই একটি চাকরিতে যোগ দেন তিনি। যোগাযোগ না থাকলেও পেগির জন্য দুয়ানের ভালবাসা অটুট ছিল। পেগিকে এবং তাঁর সন্তানের খবর নেওয়ার চেষ্টাও করেছিলেন। কোনও খবর পাননি। শেষ পর্যন্ত কয়েক দশক পরে ফেসবুকের মাধ্যমে পেগিকে খুঁজে পেলেন 92-এর দুয়ানে। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে পেগির প্রোফাইলটি চোখে পড়ে। দুয়ানে নিজের পরিচয় দিয়ে মেসেজ করেন। এক সপ্তাহ পরে উত্তর আসে। অনেক বছর পর কথা হয় দুজনের। দুয়ানেকে দেখতে তাঁদের ছেলেকে সঙ্গে নিয়ে চলে আসেন বৃদ্ধা পেগি। এত বছর পর ফের কাছাকাছি আসে দুই মন। দুয়ানে এবং পেগি দুজনেই বলেছেন, যে কদিন বাঁচব, একসঙ্গে হাতে হাত রেখে থাকতে চাই। তাদের এই প্রেমকাহিনী নেট দুনিয়ার সামনে আসতেই ব্যাপক ভাইরাল হয়। তাদের এই গল্প শুনে অনেকেরই চোখে জল চলে আসে। সঙ্গে তারা বিভিন্ন কমেন্টও করেছেন।

Mann was stationed in Japan during the Korean War in 1953. The 22-year-old sailor from Iowa incidentally fell in love with a Japanese local named Peggy Yamaguchi while he was in Tokyo. She was unlike anyone he had met before. “She was such a pretty girl, and so sensitive and kind,” reminisced Mann in a conversation with the Washington Post. The two love-struck strangers quickly carried out a whirlwind romance and became the talk of the town. The pair would dance to Tony Bennett and Elvis Presley songs, and "People would just stand and watch us. Holding her in my arms, I just kept falling deeper and deeper," recalled Mann. About a year later, the couple’s romance came to an abrupt halt when the US Navy sent Mann back to the States. At the time, 22-year-old Yamaguchi was pregnant with their child. Mann made plans to send for Peggy once he reached home. He had saved up money in case he passed away during the war.

TAGS:
Advertisement