scorecardresearch
 
Advertisement

Solar Storms: পৃথিবীর দিকে ভয়ঙ্কর ভাবে ছুটে আসছে সৌরঝড়, তাহলে কি নতুন বিপদ?

Solar Storms: পৃথিবীর দিকে ভয়ঙ্কর ভাবে ছুটে আসছে সৌরঝড়, তাহলে কি নতুন বিপদ?

হাতে সময় খুবই কম পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর সৌরঝড় বা সোলার স্টর্ম। এই সৌরঝড়ের প্রভাবে বিশ্বের বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হতে পারে। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার এমনই সতর্কবার্তা জারি করেছিল। জি1 স্তরের ভূচৌম্বকীয় ঝড়ের মুখোমুখি হতে পারে পৃথিবী বলে জানানো হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন প্রলয়ঙ্কর ঝড় উঠেছে সূর্যে। ইতিমধ্যেই সূর্যে হালকা ঝড় শুরু হয়ে গেছে। দ্রুত গতির ঝোড়ো হাওয়া বা সোলার উইন্ড আছড়ে পড়েছে পৃথিবীতে।

Solar Storms Towards Earth

Advertisement