Advertisement

USA Tariff: ভারতকে ফাঁদে ফেলার চেষ্টা America র? বাঁচার উপায় বললেন Donald Trump এরই অর্থনীতিবিদ

Tariff Issue তে America ও India র মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সকলেরই জানা। ভারতকে Dead Economy বলেও মন্তব্য করেছেন Donald Trump। যার জেরে বিভিন্নমহলে সমালোচনার ঝড় উঠেছে। এরই মাঝে বড় মন্তব্য আমেরিকার অর্থনীতিবিদ Jeffrey Sachs র। ট্যারিফ চাপিয়ে আমেরিকার রাজকোষ ভরার চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু এখানেই অন্য কথা বললেন স্যাকস। তিনি বলেন, আমাদের অস্ত্র প্রতিযোগিতার প্রয়োজন নেই এবং আমাদের যুদ্ধেরও প্রয়োজন নেই। আসলে যুদ্ধের তুলনায় কূটনীতি সত্যিই সস্তা। ট্রাম্প যদি সত্যিই কিছু টাকা বাঁচাতে চান, তাহলে আমাদের আশিটি দেশে প্রায় আটশোটি সামরিক ঘাঁটি আছে, সেগুলো বন্ধ করে দিন। এটা পাগলামি। তাই যদি আমি টাকা বাঁচাতে চাই এবং বাজেট ঘাটতি কমাতে চাই, তাহলে শত শত সামরিক ঘাঁটি বন্ধ করে দেব এবং সবগুলি ছেড়ে দেব। শুনুন কী বললেন, স্যাকস।

Tariff issue between America and India

Advertisement