Tariff নিয়ে India ও America র মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। তবে অনেক চাপ দেওয়ার চেষ্টা করেও ভারতকে একেবারেই দমাতে পারেনি আমেরিকার President Donald Trump। কিন্তু ভারতকে চাপে রাখার জন্য এত ছক কষার পরে নিজের দেশের অভ্যন্তরে কি খুব একটা স্বস্তিতে আছেন আমেরিকার প্রেসিডেন্ট? ভাবছেন এমন কেন বলছি? চলুন বিষয়টা বিস্তারিতভাবে জানাই আপনাদের। আমেরিকার দুই আইনপ্রণেতা ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সঙ্গে ভবিষ্যতের যে কোনও বাণিজ্য চুক্তিতে ফসলের ক্ষেত্রে অনুকূল বিধান স্থাপনের জন্য অনুরোধ করেছেন। তাঁরা বলেছেন যে, New Delhi কর্তৃক আরোপিত শুল্কের কারণে আমেরিকান উৎপাদকরা উল্লেখযোগ্যভাবে প্রতিযোগিতামূলক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
Tariff situation between India and America and Donald Trump's stance