Pakistan ও Afghanistan র মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। উভয় দেশের তরফেই বিভিন্ন মন্তব্যও উঠে আসছে। এরই মাঝে বড় খবর। আফগানিস্তানের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, আফগান কর্তৃপক্ষ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Khawaja Asif, গোয়েন্দা প্রধান আসিম মালিক এবং দুই ঊর্ধ্বতন সামরিক কর্তাকে প্রবেশে বাধা দেওয়ার পর এবং তাঁদের ভিসার আবেদন তিন দিনের মধ্যে তিনবার প্রত্যাখ্যান করার পর Islamabad ও Kabul র মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। আফগানিস্তানের অভ্যন্তরে Tehrik-e Taliban Pakistan বা TTP জিহাদিকে লক্ষ্য করে পাকিস্তানি বিমান হামলার ফলে সপ্তাহান্তে সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর এই পদক্ষেপ করা হয়েছে। এই সংঘর্ষের ফলে উভয় পক্ষই তীব্র অভিযোগ-পালটা অভিযোগে সরব হয়েছে