Advertisement

Javelin Missile Pakistan: পাকিস্তানকে গুঁড়িয়ে দেবে ইসলামি জিহাদিরা! থরথরিয়ে কাঁপুনি ইসলামাবাদে

এমনিতেই আর্থিক সঙ্কটে জেরবার গোটা দেশ। এরপর রাজনৈতিক অস্থিরতা তো রয়েছেই। এই পরিস্থিতিতে আবার 26/11-এর মুম্বই হামলার অন্যতম চক্রী Tahawwur Hussain Rana কে India র হাতে তুলে দিয়েছে America। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA . যদিও এরপরই পাকিস্তানের আতঙ্ক চরমে উঠেছে। তাহাউর হুসেন রানা যদি জেরায় Pakistan সম্পর্কে কোনও তথ্য দিয়ে দেয়? তাহলে তো মুম্বই হামলার ঘটনায় পাক যোগের যে অভিযোগ India বারবার করে আসছিল তার সত্যতা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এর থেকেও এখন আরও বড় মাথাব্যথা রয়েছে Shehbaz Sharif সরকারের কাছে। পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তেহেরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হাতে পৌঁছে গিয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক ‘জ্যাভলিন’ মিসাইল। এছাড়া অত্যাধুনিক ড্রোন তো রয়েইছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানের তেহেরিক-ই-তালিবান পাকিস্তান। তাতে দেখা গিয়েছে পাকিস্তানের এই বিদ্রোহী সংগঠনের সদস্যদের হাতে রয়েছে আমেরিকার তৈরি অত্যাধুনিক মিসাইল জ্যাভলিন। এই মিসাইল দিয়ে মূলত ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া যায়।

Terror alert for Pakista

Advertisement