Advertisement

Ivana Trump: 'অর্থপিশাচ' Donald Trump! মৃত স্ত্রীকে গলফের মাঠে সমাহিত করে 'ব্য়বসা' করেছিলেন?

আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump। বিশ্বের যে কোনও দেশের মধ্যে সংঘর্ষ থামানোর ব্যাপারে গুরুতূপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। ২০২৫ এর ১৫ অগস্ট America র Alaska য় Ukraine ও Russia র মধ্যে যুদ্ধ থামানোর লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin র সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনসকিও ডাক পেতে পারেন বলে খবর। কিন্তু ট্রাম্প আদতে পুরোদস্তুর ব্যবসায়ী মানুষ। দেশের আর্থিক স্থিতি মজবুত করার জন্য যেভাবে একের পর এক দেশের উপর শুল্ক চাপাচ্ছেন ট্রাম্প তা দেখে এটা সহজেই আঁচ করা যায়। এই পরিস্থিতিতে একটি খবর নিয়ে ফের বিতর্ক মাথাচারা দিয়েছে। যদিও বিষয়টি পুরনো। কিন্তু তবুও নতুন করে ফের উজিয়ে উঠেছে বিতর্ক। সেটি হল ট্রাম্পের প্রাক্তন স্ত্রী ইভানা মারি ট্রাম্পকে নিয়ে।

Trump's role in Ukraine Russia peace meeting in Alaska in 2025

Advertisement