scorecardresearch
 
Advertisement

তুরস্কে ওষুধ, ত্রাণ পাঠাবে ভারত | Earthquake In Turkey Today | Aaj Tak Bangla

তুরস্কে ওষুধ, ত্রাণ পাঠাবে ভারত | Earthquake In Turkey Today | Aaj Tak Bangla

কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে পাঠানো হল ত্রাণ সামগ্রী। ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সদস্য, প্রশিক্ষিত পুলিশ কুকুরও পাঠানো হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে ভারত থেকে রওনা দিল উদ্ধারকারী দলে জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-এর এই ব্যাচটির সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি। মঙ্গলবার উদ্ধারকারী দলেও তুরস্কের রওনা দেওয়ার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তুরস্ক এবং সিরিয়ার এই বিপর্যয়ে দু’দেশে পাশে দাঁড়িয়েছে ভারত। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানের একটি টুইটের প্রত্যুত্তরে বিপর্যয়ে মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘‘শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সেরে উঠুন। তুরস্কের এই ভূমিকম্পের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ের মোকাবিলায় সমস্ত রকম সাহায্য নিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত।’’ সেই মতো ত্রাণসামগ্রী, প্রয়োজনীয় উপকরণ নিয়ে তুরস্কে পাড়ি দিল ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলটি।

Turkey, Syria earthquake highlights

Advertisement