Advertisement

Russia-Ukraine Border:যুদ্ধ শুরু, ইউক্রেন-সীমান্তে কী পরিস্থিতি? গ্রাউন্ড রিপোর্ট

ইউক্রেনে ব্যাটেল গ্রাউন্ডে পৌঁছে গিয়েছে আজতক। ডনবাস অঞ্চলের মধ্যে ডোনেটস্ক এবং লুহানস্ক যে জায়গাগুলোকে পুতিন স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছে সেখান থেকেই রাশিয়ান বাহিনী ইউক্রেনে প্রবেশ করতে পারে। ডোনেটস্কের সীমান্তে, যেখানে আজ তকের টিম পৌঁছেছে, শুধুমাত্র ইউক্রেনের সেনাবাহিনীকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কারণ রাশিয়ান সেনাবাহিনী সেখান থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে।

ukraine russia war report from Donetsk

Advertisement