Advertisement

Mysterious Radio Signal:পৃথিবীতে ভেসে আসছে ব্রহ্মাণ্ডের সংকেত, হবে মহাজাগতিক পরিবর্তন!

গত ২ বছরে আমেরিকা ও চিনসহ নানা দেশের বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা রহস্যময় রেডিও সংকেতের কথা বলে আসছেন। তবে এবার যা হল তা রীতিমতো অবাক করার মতো। এবার ব্রহ্মাণ্ড থেকে আসা রেডিও সংকেত রেকর্ড করল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (MIT) বিজ্ঞানীরা। এই সংকেত টানা ৩ সেকেন্ডে পাওয়া গেছে। এতক্ষণ ধরে সংকেত এর আগে কোনওদিন পাওয়া যায়নি। বিজ্ঞানীদের দাবি, এই সংকেত তীব্র ও রহস্যময়।

Unusual strange mysterious radio signal coming from far off galaxy

Advertisement
POST A COMMENT