ট্যারিফ নিয়ে রীতিমতো রণং দেহি মুডে ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর দাবি, এই ট্যারিফকে কাজে লাগিয়েই নাকি তিনি ৭টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তিনি এও বলেন, ট্যারিফ নীতি কার্যকর হলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের ধনীতম দেশের তালিকায় আরও এগিয়ে যাবে।