Advertisement

Donald Trump 2.0: আমেরিকায় TikTok-এর ভবিষ্যত্‍ কী? ট্রাম্প কী করলেন, দেখুন

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ফিরল চিনা ভিডিও অ্যাপ TikTok। আপাতত ওই ভিডিও অ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রে চালু রাখার সময়সীমা আরও ৭৫ দিন বাড়ালেন ট্রাম্প। তার মধ্যে টিকটকের বর্তমান চিনা মালিক সংস্থা বাইটডান্স কোনও আমেরিকান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে সেই সংস্থার হাতে অ্যাপটি তুলে দিলে আইনি বাধা কেটে যাবে।

Advertisement
POST A COMMENT