Advertisement

Donald Trump 2.0: WHO-কে আর অর্থ নয়, এগজিকিউটিভ আর্ডারে সই করে দিলেন ট্রাম্প, দেখুন

হোয়াইট হাউসের মসনদে বসেই আরও একটি এগজিকিউটিভ অর্ডারে সই করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। WHO বা বিশ্বস্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নিল আমেরিকা। যার নির্যাস, বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আর মোটা অঙ্কের অর্থ দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের কথায়,'আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিই। আমি এর আগের টার্মেও এই নিয়ম প্রত্যাহার করে দিয়েছিলাম। চিনে ১৪০ কোটি জনসংখ্যা, তারা দেয় ৩৯ মিলিয়ন ডলার, আর আমরা ৫০০ মিলিয়ন ডলার। আমার এটা ঠিক মনে হয়নি।'

Advertisement
POST A COMMENT