Advertisement

Donald Trump 2.0: 'পানামা খাল ফেরত নেব,' চিনকেও নিশানা ট্রাম্পের, দেখুন

প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিনেই সরাসরি পানামা খাল ফেরত নেওয়ার বার্তা ডোনাল্ড ট্রাম্পের। পানামা খালে চিনা আধিপত্যের অভিযোগ তুলে তাঁর দাবি, পানামা খাল হস্তান্তরের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। তাই আমেরিকা এই খাল ফিরিয়ে নেবে। ট্রাম্পের দাবি, পানামা খাল নিয়ন্ত্রণ করছে চিন। তাঁর কথায়, বিপুল অর্থ খরচ করার পাশাপাশি ৩৮ হাজার প্রাণের বিনিময়ে আমরা এই পানামা খাল তৈরি করেছিলাম। যা পানামাকে উপহার দেই আমরা। তবে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। পানামা যে কথা দিয়েছিল তা রাখেনি। আমাদের থেকে অতিরিক্ত কর আদায় করা হচ্ছে।

Advertisement
POST A COMMENT