scorecardresearch
 
Advertisement

USA deadly Tornado: টর্নেডোয় অশনী সঙ্কেত দেখছেন মার্কিন মুলুকের বাসিন্দারা

USA deadly Tornado: টর্নেডোয় অশনী সঙ্কেত দেখছেন মার্কিন মুলুকের বাসিন্দারা

আকাশে জমা কালো মেঘে অশনী সঙ্কেত দেখছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। যেকোনও মুহর্তেই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। বিগত এক সপ্তাহ ধরে দক্ষিণ-মধ্য ও পূর্ব আমেরিকায় টর্নেডো-র দাপট দেখা যাচ্ছে। শক্তিশালী টর্নেডোয় এখনও অবধি একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্য়াও একাধিক। টর্নেডোয় এখনও অবধি সবথেকে বেশি প্রভাবিত হয়েছে টেনেসি। শনিবার টেনেসি প্রশাসনের তরফে জানানো হয়, ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে, উপড়ে গিয়েছে প্রচুর গাছপালা। খারাপ আবহাওয়া ও তার জেরে দুর্ঘটনায় এখনও অবধি 7 জনের মৃত্য়ু হয়েছে। অন্যদিকে, আরকানসাস, মিসিসিপি ও আলাবামাতেও টর্নেডোয় কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। টর্নেডোর জেরে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে ইন্ডিয়ানা ও ইলিওনইসেও। শনিবারই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, বর্তমানে ঘূর্ণিঝড়ের অভিমুখ আমেরিকার পূর্ব উপকূলের দিকে রয়েছে। রবিবারও দিনভর ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইওয়া থেকে মিসিসিপি, একাধিক শহরে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।

USA Deadly tornado outbreak updates

Advertisement