scorecardresearch
 

G20 থেকে পেন কেপমারি ব্রাজিলের প্রেসিডেন্টের! হাতেনাতে ভিডিও দেখুন | Brazil | G 20 Summit | Aaj Tak

G20 থেকে পেন কেপমারি ব্রাজিলের প্রেসিডেন্টের! হাতেনাতে ভিডিও দেখুন | Brazil | G 20 Summit | Aaj Tak

G20 আয়োজন করে বেশ তাক লাগিয়ে দিয়েছে ভারত। 1 ডিসেম্বর, ভারতের হাত থেকে G20 গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করবে ব্রাজিল। কিন্তু তার আগে সেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার বিরুদ্ধেই উঠল, সদ্য সমাপ্ত G20 শীর্ষ সম্মেলনে কলম চুরির অভিযোগ! একবার ভাবুন সেই ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ। অনেকে আবার বলছেন এই পেন তিনি চুরি করেননি কোনও ভাবে তার কাছে চলে গিয়েছিল এই পেন। মানে যেমন আপনি বা আমি অনেক ক্ষেত্রে পেন ফেলে আশি বা অপরের পেন ভুল করে নিয়ে আশি তেমনই। কিন্তু এই গোটা বিষয়ে রীতিমতো তাজ্জব পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। দিল্লিতে 18তম জি২০ শীর্ষ সম্মেলনের আসরে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদেহর মতো ব্রাজিলের প্রেসিডেন্টও এসেছিলেন।

Video of Brazilian president 'stealing' pens during G20 summit