Advertisement

Vladimir Putin: পুতিনের কী হল? তিনি আদৌ সুস্থ তো? এই প্রশ্নই এখন জোর চর্চা কুটনৈতিক মহলে

​পুতিনের কী হল? তিনি আদৌ সুস্থ তো? এই প্রশ্নই এখন জোর চর্চা কুটনৈতিক মহলে। চেয়ারে বসে যে ভাবে তিনি পা নাড়াচ্ছেন তাতে আলাদা করে নজরে এলো বেশ কিছু পরিবর্তন। এক কথায় বলা যেতে পারে স্বাভাবিক নন পুতিন। পুতিনের পা নাচানোর ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের জীবিত থাকা নিয়ে প্রশ্ন তুলে ছিলেন। তিনি বলেছিলেন, ‘‘কার সঙ্গে আলোচনা হবে সেটাই আমার কাছে স্পষ্ট নয়।’ এরপরেই এই ঘটনা রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায়। কখনও কেউ বলেছে পুতিনের ক্যান্সার হয়েছে অনেকেই বলেছিলেন পুতিন খুব অসুস্থ। কিন্তু আদৌ পুতিন কেমন আছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন পুতিন। সেই বৈঠকের একটি ভিডিয়ো প্রাকাশ পেয়েছে। যাতে দেখা গিয়েছে, পুতিন চেয়ারে বসে আছেন। কিন্তু অস্বাভাবিক ভাবে দু’পা নাচাচ্ছেন। তাঁর বাঁ পা ডান পায়ের তুলনায় বেশি নড়ছে। এই ভিডিও এখন ভাইরাল। তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আজতক বাংলা।

Video of Vladimir Putin's ‘fidgety legs’ during meet sparks health speculation

Advertisement