Advertisement

নেপালে তাণ্ডব চলছে! বিদ্রোহের ১০ VIDEO, ভয় লাগার মতো

নেপালের পরিস্থিতি অনেকটা বাংলাদেশের মতোই রূপ নিল। প্রবল চাপে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সূত্রের খবর, একের পর এক মন্ত্রীর ইস্তফার জেরে কোণঠাসা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির গদি টলমল ছিলই। যার নির্যাস, চিকিত্‍সার নাম করে দুবাই পালানোর তোড়জোড করছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তাঁর বিশেষ বিমানও তৈরি রয়েছে বলে খবর। ইতিমধ্যেই অশান্তি রুখতে নেপাল সেনা প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে বলে, পদত্যাগ করার জন্য। অন্যদিকে, নেপালের পরিস্থিতি নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গও। যেহেতু দার্জিলিং সহ উত্তরবঙ্গের একটি বড় অংশ নেপাল সীমান্তে, তাই উত্তরবঙ্গের পুলিশকর্তাদের অ্যালার্ট হওয়ার নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নেপালের পরিস্থিতি এতটাই খারাপ যে, নেপালে বসবাসকারী ভারতীয়দের সজাগ থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। ঠিক কী অবস্থা নেপালে? ১০টি বাছাই করা ভিডিও-তে দেখে নিন।

Advertisement
POST A COMMENT