Advertisement

Donald Trump: ট্রাম্পের Tariff এ কাঁপছে India এ থাকা আমেরিকান জায়েন্টরা! ভারতীয়রা বয়কট করলেই সব শেষ!

তাঁর নির্দেশ উড়িয়ে ভারত কেন রাশিয়ার থেকে তেল কেনা জারি রেখেছে? শাস্তি স্বরূপ ভারতীয় পণ্যের উপর দু- দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। আর এরপর থেকেই কার্যত ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা সকলেই জানিয়েছেন কোনও অবস্থাতেই আমেরিকার চাপের কাছে মাথা নত করবে না ভারত। দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে ভারতীয় পণ্যের উপর আমেরিকার এই বিপুল শুল্কের বোঝা চাপানোর বিষয়ে উদ্বেগে রয়েছে ভারতে ব্যবসা করা আমেরিকার একাধিক ব্র্যান্ড।

Why India continues to buy oil from Russia despite US sanctions

Advertisement