Advertisement

World Largest Diamond Mine Discovered: বিশ্বের সবথেকে বড় হিরের খনির খোঁজ মিলল, প্রচুর মজুত, কোথায় জানেন?

হিরের নাম শুনলে আমাদের মনটা কেমন কেমন করে ওঠে। মানে এতই দাম বেশি যে আম মধ্যবিত্তের সাধ্যের বাইরে। সম্প্রতি বিশ্বের বৃহত্তম হিরের খনির সন্ধান খোঁজ মিলেছে। আর সেটা কোথায় জানেন? আফ্রিকায়। বতসোয়ানোয় রয়েছে বিশ্বের বৃহত্তম হিরের খনি। আর তা উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য প্রচুর টারা বিনিয়োগও করা শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তা উত্তোলন করা হবে। বিখ্যাত হিরে সংস্থা ডি বিয়ার্স জানিয়েছে, দীর্ঘমেয়াদি উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী দিনে বতসোয়ানার খনিটি মানুষের চাহিদা মেটাতে বড়সড় ভূমিকা পালন করবে জানা গেছে।

World Largest Diamond Mine Discovered

Advertisement