scorecardresearch
 
Advertisement

Moon Tourism News: চাঁদে বেড়াতে যাবেন? এবার রকেটে চড়ে সোজা চাঁদে ছুটি কাটাতেই পারেন, কীভাবে শুনুন

Moon Tourism News: চাঁদে বেড়াতে যাবেন? এবার রকেটে চড়ে সোজা চাঁদে ছুটি কাটাতেই পারেন, কীভাবে শুনুন

চাঁদের মাটিতে পাড়ি দেওয়ার স্বপ্ন সফল করে দেখিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। যদিও সেই চাঁদের মাটিতে লুনার টুরিসম মিশন সফল করার কাজ অনেক আগেই শুরু করে দিয়েছে প্রথম সূর্যোদয়ের দেশ জাপান। এই প্রোজেক্টের নাম দেওয়া হয় dearMoon project। গোটা প্রোজেক্টটিকে ফান্ডিং করার জন্য এগিয়ে এসেছিলেন জাপানের কোটিপতি ইউসুকা মায়েজাওয়া (Yusaku Maezawa)। আমেরিকার ধকুবের এলন মাস্কের স্পেস এক্স স্টারশিপের হাত ধরেই এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়েছে জাপান।

World's first space tourist signs up for trip around Moon

Advertisement