
কৌশানী মুখোপাধ্যায়, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের অন্যতম নায়িকা। সেই কৌশানীই নাকি এবার অভিনয় করতে চলেছেন ঢালিউডে। এমন খবরই প্রচারিত হয়েছে বাংলাদেশের একাধিক মিডিয়ায়।

জানা যাচ্ছেন আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় পাড়ি দিতে চলেছেন কৌশানী। সেখানে ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করার কথা রয়েছে নায়িকার।

‘পিয়া রে’ছবিতে বাংলাদেশী তারকা শান্ত খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কৌশানীকে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পুজন মজুমদারের পরিচালনায় তৈরি হচ্ছে ‘পিয়া রে’।

সেলিম খান জানিয়েছেন, ‘কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। ২৬ সেপ্টেম্বর ঢাকা আসবেন তিনি। ২ অক্টোবর কলকাতা ফিরে যাবেন। এরপর আবার ঢাকায় দ্বিতীয় লটের শুটিং করা হবে।’

কৌশানী ছাড়াও অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়কেও এই সিনেমার দেখা যাতে পারে বলে দাবি করছে প্রয়োজনা সংস্থাটি।

এর আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় কলকাতায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুটি সিনেমা ‘লাভ ভেলকী লাগ’ ও ‘ছুটি-তে কৌশানীর বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত। সিনেমা দুটি মুক্তির প্রতীক্ষায় আছে।

কৌশানী  ইতিমধ্যে  ঢাকায় শুটিং করতে যাওয়া  সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের  ‘ওয়ার্ক পারমিট’ পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। 
 

এবারের একুশের ভোটে রাজনীতির ময়দানে দেখা গিয়েছিল কৌশানীকে। তৃণমূলের টিকিটে তিনি কৃষ্ণনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন। যদিও শেষপর্যন্ত বিজেপির টিকিটে দাঁড়ান মুকুল রায়ের কাছে হেরে যান কৌশানী।