উৎসবের ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন নেই। আগামী ১১ অক্টেবর ষষ্ঠী, দেবীর বোধন, মানে হাতে আর ২০ দিনও নেই। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও সেই আমেজ যেন নিয়ে আসতে চাইলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে শরতের শুভ্র আকাশে কাশবনের মাঝে তাঁকে দেখা যাচ্ছে।
বাগেরহাটের শিকদার বাড়ির বিখ্যাত পুজোতে অংশ নিতে দেখা যায় মিমকে। পুজোর সময় নিজের হাতে পায়েসও নাকি রান্না করেন ঢাকাই অভিনেত্রী।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বছরই হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন বিদ্যা সিনহা মিম।
তিনি ২০১৪ সালে ‘জোনাকির আলো’ ছবিটির জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তিনি যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নেন। ঢালিউডের স্টার হলেও টলিউডেও অভিনয় করেছেন বিদ্যা। ২০১৮ সালে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘সুলতান: দ্য সেভিয়ার’। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যায় মিমকে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইয়েতি অভিযানেও দেখা গিয়েছে তাঁকে।