scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

PHOTOS:মোদীর পর নারাভানে, ঢাকা সফরে সেনা প্রধান

Army Chief Gen MM Naravane
  • 1/8

মার্চের শেষে ঢাকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এপ্রিলের প্রথমে বাংলাদেশে পা রাখলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।
 

Army Chief Gen MM Naravane
  • 2/8

তিন বাহিনীর প্রধানের সঙ্গে দেখা করতে বাংলাদেশ সফরে গিয়েছেন সেনা প্রধান এমএম নারাভানে। বৃহস্পতিবার  ঢাকায় পৌঁছনোর পর এমএম নারাভানে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
 

Army Chief Gen MM Naravane
  • 3/8

এরপরে সেনা ক্যাম্পে গিয়ে শিখা অনির্বাণের বেদীতে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় সেনাপ্রধান। শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর মূর্তিতে শ্রদ্ধাও জানান তিনি। 
 

Advertisement
Army Chief Gen MM Naravane
  • 4/8

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে এই সফরে এসেছেন নারভানে, এমনটাই জানা যাচ্ছে ঢাকার ভারতীয় হাইকমিশনে বিজ্ঞপ্তিতে। সঙ্গে তার স্ত্রী বীণা নারভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

Army Chief Gen MM Naravane
  • 5/8

১২ এপ্রিল সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীৃ উপলক্ষে ’শান্তির অগ্রসেনা’ শীর্ষক যৌথ সামরিক অনুশীলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন জেনারেল নারভানে।
 

Army Chief Gen MM Naravane
  • 6/8

৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই অনুশীলনে বাংলাদেশি ও ভারতীয় সেনা সদস্যদের পাশাপাশি ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনীওঅংশ নিয়েছে। এই অনুশীলনে সামরিক পর্যবেক্ষক হিসাবে উপস্থিত রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুর।
 

Army Chief Gen MM Naravane
  • 7/8

সফরে বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি পিস সাপোর্ট অপারেশন  সেমিনারে বক্তব্য রাখবেন ভারতীয় সেনাপ্রধান। ১১ এপ্রিল সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সে ওই সেমিনারের পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রী  এ কে আব্দুল মোমেনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

Advertisement
Army Chief Gen MM Naravane
  • 8/8

ভারতের সেনাপ্রধানের এই সফর দু'দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও  ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ হবে  বলে আশা করছে  ভারতীয় হাইকমিশন।

Advertisement