scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

সতীপীঠের অন্যতম, দেখুন বাংলাদেশের ঐতিহ্যশালী ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো

ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো
  • 1/6

বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিত ঢাকেশ্বরী মন্দির।  আটশো বছর আগে থেকে ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে পূজিত হন মা দুর্গা। এটি একটি সতীপীঠও।  ছবি সৌজন্যে- শাওন চোধুরী

ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো
  • 2/6

শুরু থেকে ঢাকেশ্বরী মন্দিরটি দুর্গা প্রতিমার স্থায়ী মন্দির। প্রথম দিকে এখানে ছিল অষ্টভুজার প্রতিমা। পরবর্তী সময় স্থাপন করা হয় দশভুজার দুর্গা প্রতিমা। শোনা যায়, শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে মূল বিগ্রহের উচ্চতা দেড় ফুটের মতো৷ দেবীর দশ হাত। কাত্যায়ণী মহিষাসুরমর্দিনী রূপে অবস্থান করছেন দেবী। পাশে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী এবং নিচে কার্তিক ও গণেশ। বাহন রূপে পশুরাজ সিংহ দণ্ডায়মান যার ওপর দাঁড়িয়ে দেবী মহিষাসুরকে বধ করেছেন। শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠার পর থেকেই দুর্গাপুজো হয়ে আসছে এই মন্দিরে। ছবি সৌজন্যে - শাওন চোধুরী

ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো
  • 3/6

ঢাকার নামকরা যে কয়েকটি পুজা মণ্ডপ আছে ঢাকেশ্বরী মন্দির তার মধ্যে অন্যতম। পূজার শুরু থেকে দশমীর দিন পর্যন্ত প্রতিবছর আনুমানিক গড়ে ৭০-৮০ হাজার পুণ্যার্থী এখানে মায়ের আরাধনা করতে আসেন। কালের বিবর্তনে মন্দিরের আকারগত অনেক পরিবর্তন হলেও মায়ের প্রতি ভক্তদের আরাধনায় খাদ মেশেনি। এই মন্দিরে পূজা দিতে আসা ভক্তরা প্রতি বছর একবার হলেও দুর্গাপুজাতে ঢাকেশ্বরী মন্দিরে আসেন। এখানকার খোলামেলা পরিবেশ লোকজনকে মুগ্ধ করে। ছবি সৌজন্যে - শাওন চোধুরী
 

Advertisement
ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো
  • 4/6

প্রতিমা নির্মাণে  প্রতি বছর ভিন্নতা আনার চেষ্টা করা হয়। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আর মায়ের প্রতি ভক্তি উৎসর্গ করে প্রতি বছর নবরূপে মাকে সাজানো হয়। ১৯৭৮ সাল থেকে আজ পর্যন্ত মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপুজা উদযাপন করে আসছে। ছবি সৌজন্যে - শাওন চোধুরী
 

ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো
  • 5/6

এককালে ঢাকেশ্বরী মন্দিরের ঢাকের শব্দ বহুদূর পর্যন্ত শোনা যেত। এখন আর তা বহুদূর থেকে শোনা যায় না, তবে ভক্ত হৃদয় ছুঁয়ে সেই শব্দ ছড়িয়ে পড়ে দেশের প্রান্ত ছাড়িয়ে, সীমানা পেরিয়ে। ছবি সৌজন্যে - শাওন চোধুরী

ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপুজো
  • 6/6

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রতিবছরই পুজোর সময়  মানুষের ঢল নামে।  এবার অবশ্য করোনা আবহে পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। তবে  ঢাকের বোল, মন্ত্রপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে এবছরও  মুখরিত রয়েছে ঢাকার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যশালী এই দুর্গামন্দির। ছবি সৌজন্যে - শাওন চোধুরী
 

Advertisement