দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাধিক দুর্গাপুজো মণ্ডপ এবং বিভিন্ন মন্দিরে তাণ্ডবলীলা চালিয়েছে এক দল দুষ্কৃতী।
তার প্রতিবাদে বাংলাদেশজুড়ে প্রতিবাদ শুরু করেছে সেই দেশের হিন্দুরা। প্ল্যাকার্ড-পোস্টার হাতে বিভিন্ন জায়গায় মিছিল করেছে তারা।
আর সেই ছবি ছবি পোস্ট করেছে Bangladesh Hindu Unity Council। দেখা যাচ্ছে, সেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ হচ্ছে। পোস্টার-ব্যানারে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশে সুপরিকল্পিতভাবে দুর্গাপুজোয় হামলা করা হয়েছে। একাংশের দাবি, চাঁদপুরের হাবিবগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, কক্সবাজারের পেকুয়া আর শিবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জে হামলা হয়েছে।
এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। যদিও বাংলাদেশ প্রশাসন জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, বাংলাদেশে ধর্মীয় জমায়েতের উপর হামলার খবর তাঁরা পেয়েছেন। এই নিয়ে তাঁদের সঙ্গে বাংলাদেশ প্রশাসনের কথাও চলছে।
এ প্রসঙ্গে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের সংখ্যালঘুরা জানিয়েছেন, এই প্রথম নয়। আগেও এই ধরনের হামলা হয়েছে।