scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Chanchal Chowdhury: পুত্র 'শুদ্ধ' এবার অভিনয়ে, আশীর্বাদ চাইছেন আপ্লুত চঞ্চল

Chanchal Chowdhury
  • 1/9

বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম নাম চঞ্চল চৌধুরী। কেবল ওপার বাংলা নয় এপার বাংলাতেও তিনি সমান জনপ্রিয়। টিভি নাটক, সিনেমা ও ওয়েব প্ল্যাটফর্ম; তিন মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। 

Chanchal Chowdhury
  • 2/9

টিভি নাটকের ক্যামেরার সামনে দাঁড়াল অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স ১২ বছর। মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে পুবাইলে বাবার শুটিং দেখতে এসেছিল শুদ্ধ। এরপর হঠাৎ শুরু  হয়ে গেলো তার অভিনয়ের যাত্রা।
 

Chanchal Chowdhury
  • 3/9

টিভি নাটকের ক্যামেরার সামনে দাঁড়াল অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ। সফল এই তারকার একমাত্র সন্তানের নাম শুদ্ধ। বয়স ১২ বছর। মায়ের (চঞ্চলের স্ত্রী) সঙ্গে পুবাইলে বাবার শুটিং দেখতে এসেছিল শুদ্ধ। এরপর হঠাৎ শুরু  হয়ে গেলো তার অভিনয়ের যাত্রা।
 

Advertisement
Chanchal Chowdhury
  • 4/9

আগে থেকেই অভিনয়ে আগ্রহ ছিল শুদ্ধর; গত সোমবার মায়ের সঙ্গে শুটিং দেখতে গিয়ে ঘটনাক্রমে তার অভিষেক হয়  টিভি নাটকে। শহর থেকে গ্রামে বেড়াতে আসা এক কিশোরের ভূমিকায় দেখা যাবে শুদ্ধকে।

Chanchal Chowdhury
  • 5/9

অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরী দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ ঢাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
 

Chanchal Chowdhury
  • 6/9

 অভিনয়ে শুদ্ধর  এই আকস্মিক যাত্রায় আপ্লুত চঞ্চল। ছেলের জন্য তিনি আশীর্বাদ চেয়েছেন সবার কাছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার ছেলেকে টিভি নাটকে স্বাগত জানিয়েছেন নির্মাতা ও চঞ্চলের ভক্তরা। 

Chanchal Chowdhury
  • 7/9

চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘শুদ্ধর জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সঙ্গে ওর মাও ছিল। আনপ্ল্যান্ড, ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো–আর্টিস্ট দিব্য সৌম্য।’

 

Advertisement
Chanchal Chowdhury
  • 8/9

ছেলের অভিনয় প্রসঙ্গে চঞ্চল লিখেছেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে, তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এ রকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো, এই আর কি। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলো একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।’

Chanchal Chowdhury
  • 9/9

সম্প্রতি নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘ষ’-এর দ্বিতীয় পর্ব ‘মিষ্টি কিছু’তে চঞ্চলের অভিনয় ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে চঞ্চলকে। এ ছাড়া গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। 
 

Advertisement