scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

Mithila-Tahsan: বিচ্ছেদের পরও ভাল বন্ধু থাকা যায়, প্রমাণ করছেন মিথিলা-তাহসান

Mithila-Tahsan:
  • 1/15

রাফিয়াত রশিদ মিথিলা, এই নামটার সঙ্গে এখন জুড়ে গিয়েছে এপার বাংলা। বাংলাদেশের মেয়ে এখন ভারতের বধূ। ২০১৯ সালের ডিসেম্বর রেজিস্ট্রি করে মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বনামধন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তারপর বেশ সুখেই ঘর-সংসার চলছে দম্পতির। তবে বিয়ের পর বাংলাদেশে কাজ করা বন্ধ করে দেননি মিথিলা। কলকাতা-ঢাকা দুই জায়গাতেই চলছেন ব্যালেন্স করে।
 

Mithila-Tahsan:
  • 2/15

তবে সৃজিতের আগেও মিথিলার একটি বিয়ে ছিল, তা আজ আর কারও অজানা নয়। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের দিন সকলেরই চোখ টেনেছিল আইরা। ছোট্ট আইরার সঙ্গে সৃজিতের সম্পর্ক অত্যন্ত ভাল। তবে আইরা কিন্তু বঞ্চিত হয়নি তার বায়োলজিক্যাল ফাদার তেহরীম খান তাহসান স্নেহ থেকেও।

Mithila-Tahsan:
  • 3/15

গত জুনমাসের শেষে সকন্যা কলকাতায় ফিরেছেন মিথিলা। তার আগে কাজের সূত্রে বেশ কয়েকমাস ঢাকায় কাটিয়েছেন অভিনেত্রী। সেই সময়ে একাধিকবার  সঙ্গীতশিল্পী বাবা তাহসান খানের  সঙ্গে সময় কাটাতে দেখা যায় আইরাকে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেন তাহসান। তাতে আবার কমেন্ট করতেন প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুনতে অবাক লাগলেও এখনি ঠিক ততটাই স্বাভাবিক সম্পর্ক তাহসান ও মিথিলার।
 

Advertisement
Mithila-Tahsan:
  • 4/15

তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ অগাস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরিচয় হয়েছিল তাহসান ও মিথিলার। 
 

Mithila-Tahsan:
  • 5/15

বিয়ের পর এই জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও তাঁরা একসঙ্গে গানও গেয়েছেন।

Mithila-Tahsan:
  • 6/15

সেই মিথিলা-তাহসান ২০১৭ সালের অক্টোবরে নিজেদের ১১ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটান। তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ  তাহসান ও মিথিলা যৌথভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের বিবৃতি দেন।

Mithila-Tahsan:
  • 7/15


মিথিলা সেইসময়ে  জানিয়েছিলেন, প্রায় দুই বছর ধরেই তাহসান ও তিনি আলাদা ছিলেন। আলাদা থেকে তাঁরা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০১৭ সালের মে মাসেই তাহসান-মিথিলার প্রায় ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। 
 

Advertisement
Mithila-Tahsan:
  • 8/15

বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তাহসান বলেছিলেন, ‘সমাজ কী বলবে—এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে, আমরা দু'জন এ ব্যাপারে একমত নই।’ ফেসবুকে পেজে তাঁরা লিখেছিলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহবিচ্ছেদ হচ্ছে। কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে কোনো চাপে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা জানি, আমাদের এ সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’ 
 

Mithila-Tahsan:
  • 9/15

তারপর অনেকটা সময় কেটে গিয়েছে, নতুন সংসার পেয়েছেন মিথিলা, তাহসান ব্যস্ত রয়েছেন তাঁর গান নিয়ে। কিন্তু দু'জনের কেউই সম্পর্কে তিক্ততা আসতে দেননি। মিথিলার বিবাহ বিচ্ছেদ, সৃজিতকে বিয়ে নিয়ে বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। সেই কটাক্ষের তীব্র বিরোধিতা করে মিথিলার পাশে দাঁড়িয়েছিলেন তাহসান।
 

Mithila-Tahsan:
  • 10/15

তাহসান ও মিথিলার অভিনয়, বিয়ে এবং বিচ্ছেদ সবই ছিল তুমুল আলোচনায়। বিচ্ছেদের দীর্ঘ পাঁচ বছর পর গত মে মাসে তাদের দেখা গিয়েছিল একসঙ্গে। তখন লকডাউনের কারমে বাংলাদেশ আটকে রয়েছেন মিথিলা। গত ১৫ মে  এক সারপ্রাইজ ফেসবুক লাইভে অংশ নিয়েছিলেন অভিনেতা, গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। লাইভে এসে নিজেদের সমীকরণের কথা খোলাখুলি আলোচনা করেছিলেন ওপার বাংলার ২ তারকা। তাঁরা জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদ হলেও কোনও রকম তিক্ততা নেই তাঁদের মধ্যে। নেটমাধ্যমে চলতে থাকা হেনস্থা নিয়েও সরব হয়েছিলেন দু'জনে। বিশেষ করে  মিথিলার দিকে ধেয়ে আসা নানা কুমন্তব্য নিয়েও কথা বলেছিলেন গায়ক-অভিনেতা।

Mithila-Tahsan:
  • 11/15

বিবাহ-বিচ্ছেদ হলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাহসান-মিথিলা। এই প্রসঙ্গে মিথিলা একবার বলেছিলেন, "তাহসান আমার প্রাক্তন স্বামী। আমরা আজও বন্ধু। আমাদের রোজ কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। আর এই সম্পর্ক আয়রার জন্য খুব জরুরি। আমার আর তাহসানের স্বাভাবিকতার জন্যই আয়রা আমায় আজ বলতে পারে, ‘মা আমি বাবার কাছে যাব’।"
 

Advertisement
Mithila-Tahsan:
  • 12/15

আইরাকে অবশ্য মায়ের কাছে থাকে, তবে তাকে প্রায়ই বাবা তাহসানের সঙ্গে সময় কাটাতেও দেখা যায়।  বন্ধুতের হাত বারিয়েছেন তাহসানও। বাংলাদেশের জনপ্রিয় গায়ক বলেন,  মেয়ে আইরা তাহরিম খানের জন্য তাঁর এখন খুব প্রিয় সৃজিত। কলকাতার কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবেন, এমন প্রশ্নে তাহসানের ভাষ্য এমন, ‘আমি এ রকম রিজিড চিন্তাভাবনা করি না। আগে দেখি গল্পটা কেমন। তবে এখন সৃজিত আমার খুবই প্রিয়, কারণ আমার মেয়েরও খুব ভালো লাগে ওঁকে। যদিও আগে থেকেই ওঁর কাজ বেশ পছন্দ করতাম। ’

Mithila-Tahsan:
  • 13/15

মিথিলার সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে এই গায়ক ও অভিনেতার ব্যাখ্যা এমন, ‘আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দুজনেই খুব ভালোবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না। আমি মনে করি, আমরা দুজন আলাদা থেকেও আইরাকে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। এ ছাড়া বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধহয় আমাদের সম্পর্কটা এতটা সহজ।’ তাহসানও জানান, তাঁর নিয়মিত যোগাযোগ আছে মিথিলার সঙ্গে। 
 

Mithila-Tahsan:
  • 14/15

গত জুলাইমাসে চুপিসাড়েই নিজের  দ্বিতীয় বিয়ে সারেন বাংলাদেশের  মডেল, অভিনেতা নিলয় আলমাগীর।  আর দ্বিতীয় বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই বিড়ম্বনায় পড়তে হয়ে তারকাকে। গোটা ঘটনায় হতাশ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন। আর  এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ান বাংলাদেশের  তাহসান রহমান খান ।
 

Mithila-Tahsan:
  • 15/15


তাহসান লিখেছিলেন, ''প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?'' তাহসান লিখেছিলেন, 'নিলয়ের জন্য আমার খারাপ লাগছে'।
 

Advertisement