Advertisement
বাংলাদেশ

Azmeri Haque Badhon: বলিউডে পা রাখছেন বাঁধন, পরিচালকের পর বার্তা দিলেন নায়িকাও

  • 1/11

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়  'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি' ওয়েব সিরিজের দৌলতে এপার বাংলায় এখন পরিচিত নাম  আজমেরী হক বাঁধন। 
 

  • 2/11


এবার একেবারে বলিউডে পা রাখতে চলেছেন বাংলাদেশি অভিনেত্রী। পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করছেন বাঁধন। 

  • 3/11


 ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে ছবি প্রকাশ করে এই ঘোষণা করেছিলেন স্বয়ং পরিচালক।
 

Advertisement
  • 4/11

ইনস্টাগ্রামে ‘হ্যাশট্যাগখুফিয়া’ সঙ্গে  বিশাল ভরদ্বাজ লিখেছেন, ‘বাংলাদেশের দুর্দান্ত অভিনেত্রী বাঁধনকে পেয়ে আমি খুবই আনন্দিত।’

  • 5/11

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমাটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প নিয়ে।
 

  • 6/11

 এই ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে, সেই দাবি নিয়ে বিশাল প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন  বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীন  চৌধুরীকেও একই প্রস্তাব দিয়েছিলেন ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত  নির্মাতা। দুই অভিনেত্রীরই একই মন্তব্য ছিল , ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম, তাই অডিশনের প্রস্তাব ফিরিয়েছেন তাঁরা। গুঞ্জন রয়েছে, একই প্রস্তাব ছিল জয়া আহসানের কাছেও। তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন।

  • 7/11

জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর লুক টেস্টের জন্য ঢাকা থেকে মুম্বই যান বাঁধন। এরপর ১০ অক্টোবর শুটিংয়ের জন্য দিল্লি পৌঁছান। ১১ অক্টোবর থেকে শুরু করেন শুটিং। তার ঢাকা ফেরার কথা রয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে।

Advertisement
  • 8/11

থ্রিলার ঘরানার ছবি ‘খুফিয়া’য় আরও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি প্রমুখ। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 9/11

বাংলাদেশি সংবাদমাধ্যমকে বাঁধনও নিশ্চিত করেছেন তিনি এই ছবিটি করছেন। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 10/11

ইনস্টাগ্রামে বিশাল ভরদ্বাদের সঙ্গে ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Azmeri Haque (@badhon__hq)

  • 11/11


জানা যাচ্ছে  সিনেমায় অভিনয় করছেন  কলকাতার গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদারও। খুফিয়াতে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের সঙ্গে ছবি দিয়েছেন শিলাজিৎও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন,  ‘দিল্লি চলো’।

 

Advertisement