scorecardresearch
 
বাংলাদেশ

Tasnuva Tisha: আবারো বিয়ের পিঁড়িতে, ২ ফেব্রুয়ারি প্রিন্সের গলায় মালা দেবেন তিশা

Tasnuva Tisha
  • 1/8

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সামনেই বিয়ের সানাই বাজতে চলেছে এই অভিনেত্রীর। গত শনিবার ঢাকায় অভিনেত্রীর বনশ্রীর বাড়িতে  তাসনুভা ও তার হবু বরের পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে।

Tasnuva Tisha
  • 2/8

এক বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন  তাসনুভা তিশা। তাঁর বহু বরের নাম  সৈয়দ প্রিন্স আসকার। বিয়ে হবে ২ ফেব্রুয়ারি। আসকার  হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত।
 

Tasnuva Tisha
  • 3/8

বাংলাদেশ সংবাদমাধ্যমগুলির দাবি, অফিসিয়ালি এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে আর প্রিন্স আসকারের প্রথম।

Tasnuva Tisha
  • 4/8

২০২০ সালের ডিসেম্বরে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।
 

Tasnuva Tisha
  • 5/8

ফেসবুকে আংটি পরানোর ছবি পোস্ট করেন তিশা।

Tasnuva Tisha
  • 6/8

এর আগেও বিয়ে করেছেন তাসনুভা তিশা। শোনা যায়, তিনি আগে দুটি বিয়ে করেছেন। তবে একটির ব্যাপারে খুব একটা তথ্য পাওয়া যায় না। 

Tasnuva Tisha
  • 7/8

 এর আগে ২০১৪ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। ৪ বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই সংসারে  তিশার এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

Tasnuva Tisha
  • 8/8


‘আগস্ট ফর্টিন’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন তাসনুভা তিশা। এরপর একের পর কাজ করে পরিচিতি পান তিনি। বড়পর্দায় কাজের মধ্যে সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায়।