Advertisement
বাংলাদেশ

Parno Mitra in Bangladesh: বাংলাদেশের নওগাঁয় পার্নো, কী করছেন নায়িকা?

  • 1/10

কয়েকদিন আগেই করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন পার্নো মিত্র। তবে করোনামুক্ত হয়েই কাজে ফিরেছেন অভিনেত্রী।

  • 2/10

বর্তমানে  বাংলাদেশে রয়েছেন পার্নো।  বিলডাকিনী নামে একটি সিনেমার জন্য নওগাঁয় শুটিং করছেন তিনি। 

  • 3/10

গত এক সপ্তাহ ধরে নওগাঁয় সিনেমাটির শুটিং চলছে।  সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত অভিনেতা মোশাররফ করিম। তাঁর  বিপরীতেই  স্ক্রিন শেয়ার করছেন পার্নো।  

Advertisement
  • 4/10

জানা গেছে, গত মঙ্গলবার শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে বাংলাদেশ গিয়েছেন অভিনেত্রী। ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নেমে সোজা নওগাঁয় চলে যান তিনি।
 

  • 5/10

সিনেমায় শুটিংয়ে গত ১২ ডিসেম্বর বাংলাদেশে আসার কথা ছিল পার্নো মিত্রের। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হলে সেই তারিখ পিছিয়ে যায়।  মঙ্গলবার নওগাঁয় পৌঁছেই পার্নো শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন  বিলডাকিনী সিনেমার পরিচালক ফজলুল কবীর তুহিন। 

  • 6/10

 আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলবে। 
 

  • 7/10

 গত বছরের নভেম্বরেই  পার্নোর ‘বিলডাকিনী’তে অভিনয় করা পাকা হয়ে গিয়েছিল। গত ডিসেম্বরে এই ছবির শুটিংয়ের কথা ছিল , তবে পার্নোর কোভিড হওয়ার করাণে শুটিংয়ের কাজ পিছিয়ে যায়।

Advertisement
  • 8/10


বিলডাকিনী সিনেমাটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে সরকারি অনুদান পাওয়া সিনেমা এটি।  

  • 9/10

সিনেমার নির্মাতা  ফজলুল তুহিন বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন,  “গ্রামাঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দ্বন্দের একটি গল্প। একটি মেয়ের সন্তান হয়। কিন্তু সন্তানটা কার তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়। গ্রামবাসীরা কেউ মেয়েটার পক্ষে দাঁড়ায়, কেউ বিপক্ষে দাঁড়ায়। কিন্তু মেয়েটা তার গর্ভের সন্তান নিয়ে কোন আপোষ করতে চায় না। সেই নারীর গল্প নিয়েই ‘বিলডাকিনী’। প্রধান চরিত্রের  নাম হনুফা। এ চরিত্রেই অভিনয় করছেন পার্নো মিত্র।”
 

  • 10/10

প্রসঙ্গত  বিলডাকিনী পার্নো মিত্রের প্রথম বাংলাদেশি সিনেমা নয়। এর আগে আরও একটি সিনেমায় দেখা গেছে তাকে।  মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন পার্নো। এই সিনেমায় ইরফান খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

Advertisement