সবসময়ই সংবাদের শিরোনামে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে এই বাংলাতেও চর্চা কম নেই। তাঁর ব্যক্তিগত জীবন বেশ চর্চিত।
কিছুদিন আগে মা হয়েছেন পরীমণি, ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলেকে নিয়েই দিন কাটছে এখন। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার নায়িকার।
এক কালে তাঁকে নিয়ে ধুন্ধুমার চললেও এখন পরিস্থিতি একেবারেই ঠান্ডা। আগামী ২৪ অক্টোবর ৩০ বছরের জন্মদিল পালন করবেন পরীমণি।
অন্য বছরের মত এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি, আর এবার সেই অনুষ্ঠানের অন্যতম অতিথি তার দুই মাস বয়সী ছেলে রাজ্য।
আগামী ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন, প্রথমবারের মতো স্বামী-সন্তান নিয়ে এবার জন্মদিন উদযাপন করবেন তিনি।
জন্মদিন নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, “প্রথমে ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেব। রাজ্যের বাবার তো শুটিং থাকে, আবার সামনে ওর দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজ। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে কষ্ট পাব আমি। মনও খারাপ হবে। আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।”
জন্মদিন উদযাপনের ভেন্যু ও অতিথি কারা থাকবেন সেই বিষয়ে কিছু জানাননি পরীমনি। তবে এবারের জন্মদিন বিগত সবগুলি বছরের তুলনায় একটি বেশিই উপভোগ্য হবে বলে জানিয়েছেন অভিনেত্রী।
পরীর ইচ্ছে এবার সন্তানের হাতেই জন্মদিনের কেক কাটবেন তিনি। আগে তিনি তাঁর নানুকে দিয়ে কেক কাটাতেন। এবার ছেলের হাত ধরে জন্মদিনের কেক কাটবেন তিনি, দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যে।
তিনি বলেন, “আগে তো জন্মদিনে নানুকে নিয়ে কেক কাটতাম। কিন্তু এখন আমরা চারজন। নানু আছেন, রাজ আছে, আর রাজ্য ও আমি। এবার জন্মদিনের কেক কাটব ছেলের হাত ধরে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”
পরীমণির জন্মদিনের আয়োজন প্রতি বছরই পোশাক নিয়ে পরিকল্পনা থাকে। আমন্ত্রিত অতিথিদেরও ড্রেসকোড দেওয়া হয়। এবারে তাঁর জন্মদিনের আয়োজনের পোশাক কোড থাকবে সাদার সঙ্গে জল রঙ্গের সমন্বয়ে তৈরি।
অভিনেত্রী হেসে বলেছেন, এবার আকাশি-সাদার সমন্বয় হতে পারে। নাও হতে, হা হা হা। ভাবছি, আকাশি-সাদা অথবা ফিরোজা-সাদা রঙের সমন্বয় করতে পারি। এবার ড্রেসকোড আগেই জানিয়ে দেব। তবে জন্মদিনের আয়োজন কোথায় বসবে সে ব্যাপারে এখনই জানাতে রাজি হননি পরীমণি।
গত বছরের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরীমণি। পরে ওই বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমণির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জেল থেকে বেরিয়ে সেবার জন্মদিন উদযাপন করেন পরীমণি।