scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

PHOTOS: মিটতে চলেছে চাহিদা! জালে ঝাঁকে ঝাঁকে রূপোলি ইলিশ

বাংলাদেশের
  • 1/6

বাংলাদেশের হাতিয়ার চেয়ারম্যান ঘাটে কার্যত উৎসবের আমেজ। সমুদ্র থেকে ফিরছে একের পর এক  ট্রলারভর্তি ইলিশ। মুখে লম্বা হাসি জেলেদের। ছোট-বড় বিভিন্ন সাইজের ইলিশ ধরা পড়েছে ঘাটে। 

স্থানীয়দের
  • 2/6

স্থানীয়দের দাবি, প্রতিটি ট্রলারে ৮০০ গ্রাম থেকে পৌনে দুই কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। ফলে বিরাট লাভবান হতে চলেছেন সেখানকার জেলেরা। 

মাঝিরা জানান
  • 3/6

মাঝিরা জানান, ছোট ইলিশের থেকে বঙ্গোপসাগরের বড় রূপোলি ইলিশ ধরা পড়েছে। এমনিতে বাজারে বড় রূপোলি ইলিশের কদর বেশি। ফলে ভালোই লাভ পাচ্ছেন তাঁরা। 

Advertisement
বাংলাদেশের
  • 4/6

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই বন্দরে ,সাধারণত এই সময়ে বড় ইলিশ নিয়ে আসা হয়। ফলে প্রচুর লাভ পান জেলেরা।

ঘাটের নুর
  • 5/6

ঘাটের নুর উদ্দিন মেম্বার মৎস্য আড়তের মালিক মো. রুবেল  জানান, মরসুমের শুরুতে এতো ইলিশ ছিল না। কিন্তু এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। আর এই ইলিশগুলো খুব সুস্বাদু। 

স্থানীয় তরফে
  • 6/6

স্থানীয় তরফে জানানো হয়েছে, অন্তত ৫০০ ট্রলার সম্প্রতি গভীর সমুদ্রে গিয়েছে। বেশিরভাগ প্রচুর ইলিশ নিয়ে ফিরেছে।

Advertisement