scorecardresearch
 
Advertisement
বাংলাদেশ

সুস্থ আছে আয়রা, এবার 'মায়া'র জালে সৃজিত ঘরণী মিথিলা

Rafiath rashid mithila
 • 1/14

করোনা অতিমারির জেরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত। তাই তিন মাস মেয়েকে নিয়ে বাংলাদেশেই ছিলেন সৃজিত ঘরণী মিথিলা। তবে গত ৩০ জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে এসেছেন মিথিলা। সঙ্গে  তাঁর একমাত্র কন্যা। 
 

Rafiath rashid mithila
 • 2/14

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শর্তসাপেক্ষে ছাড়পত্র নিয়ে বাংলাদেশি পাসপোর্টে অভিনেত্রী ও তার মেয়ে ভারতে এসেছেন । ভারত ভ্রমণে সরকারের সব শর্ত তিনি মানছেন।
 

Rafiath rashid mithila
 • 3/14

মিথিলা জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত প্রয়োজনে ভারতে এসেছেন। শুটিং নিয়ে ঢাকায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী। বাংলাদেশে কোভিড পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না এমন শর্তে তাঁকে ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিথিলা।
 

Advertisement
Rafiath rashid mithila
 • 4/14


এদিকে মিথিলাকে আনতে পেট্রাপোল ইমিগ্রেশনে হাজির হয়েছিলেন স্বামী সৃজিত মুখোপাধ্যায়। বিয়ের পর থেকে মিথিলা ভারতেই থাকেন বেশি। তবে শুটিং-সহ নানান প্রয়োজনে মাঝে মধ্যে বাংলাদেশে ফিরতে হয় তাঁকে।

Rafiath rashid mithila
 • 5/14

 রফিয়াৎ রশিদ মিথিলা কলকাতায় ফিরতেই  মেয়ের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। গত মঙ্গলবার সৃজিত সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়  হাসপাতালে মেয়ে আয়রাকে জড়িয়ে ধরে বসে রয়েছেন তিনি। ক্যাপশনে লেখা- “আমার রাজকন্যার চোখের অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছি।” সেই ছবি দেখে আয়রা তেহরিম খানের আরোগ্য কামনায়  সৃজিতের পোস্টের কমেন্ট বক্স ভরিয়ে দেন নেটিজেনরা।

 

Rafiath rashid mithila
 • 6/14

অস্ত্রোপচারের পর কেমন আছে আয়রা? এ নিয়ে চিন্তায় ছিলেন অনেকেই। সবাইকে আশ্বস্ত করে মিথিলা অবশ্য জানিয়েছেন , “মাসখানেক আগে আঞ্জনি হওয়ায় চোখের পাতা ফুলে গিয়েছিল। কিছুতেই কমছিল না। তাই অপারেশন করতে হয়েছে। অস্ত্রোপচারের পর সে ভালই আছে।”  আয়রার চোখের ব্যান্ডেজও এবার খোলা হয়ে গিয়েছে।
 

Rafiath rashid mithila
 • 7/14

ফলত এখন অনেকটাই চাপমুক্ত মিথিলা। আর তাই এবার এপার বাংলায় অভিনয় করতে চলেছেন সৃজিত ঘরণী। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক  রাজর্ষি দে’র ‘মায়া’ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। 
 

Advertisement
Rafiath rashid mithila
 • 8/14

মিথিলা ছাড়াও যেখানে  অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। রথের দিন থেকেই ছবির শুটিং শুরু করতে চাইছেন পরিচালক।
 

Rafiath rashid mithila
 • 9/14

দুই দশক ধরে বাংলাদেশের মডেলিং, টেলিভিশন ও নাটকে কাজ করলেও চলতি বছরের মার্চে প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লিখিয়েছেন মিথিলা। সেদেশের তরুণ পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন তিনি। ঢালিউডে ছবিটি মুক্তির আগেই টলিউডে পা ফেললেন মিথিলা। 

Rafiath rashid mithila
 • 10/14

এদিকে  এই মুহূর্তে সৃজিত তাঁর আগামী বাংলা ছবি ‘X= প্রেম’ নিয়ে ব্যস্ত। দিন কয়েক আগেই মুহরত হয়েছে। তার মাঝেই মেয়ের অসুস্থতা বিচলিত করে তুলেছিল সৃজিতকে।  মিথিলা এবং তাঁর প্রথম স্বামী তাহসানের একমাত্র মেয়ে আয়রা তেহেরিম খান। তবে সৃজিতের সঙ্গে খুদে মেয়ের দারুণ বন্ধুত্ব। 

Rafiath rashid mithila
 • 11/14

সৃজিতের পাশাপাশি সঙ্গীতশিল্পী বাবা তাহসান খানে সঙ্গেও সুসম্পর্ক রয়েছে আয়রার। বাংলাদেশে থাকার সময় আয়রার সঙ্গে নিজের দুটি ভিডিও ইনস্টাগ্রামে  দিয়েছিলেন তাহসান খান। তার একটিতে মেয়ের সঙ্গে মিলে মুখে ফেস প্যাক লাগিয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছিল গায়ক বাবাকে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tahsan (@tahsankhan)

Advertisement
Rafiath rashid mithila
 • 12/14

অপর ভিডিয়োতে, বাবার নখ কেটে ম্যানিকিউর করে দিতে দেখা যায় ছোট্ট আয়রাকে। মেয়ের সঙ্গে তাহসানের  পোস্ট করে ওই ভিডিয়োর নীচে কমেন্ট করতে দেখা গিয়েছিল প্রাক্তন স্ত্রী রাফিয়াৎ রশিদ মিথিলাকে।

Rafiath rashid mithila
 • 13/14

প্রসঙ্গত বাংলাদেশে থাকার সময় গত ১৫ মে প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে   রাফিয়াৎ রাশিদ মিথিলাকে একটি লাইভ অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল। তারপর থেকেই দুই প্রাক্তনের  মধ্যে নতুন রসায়ন গড়ে উঠছে কিনা তা নিয়ে গুঞ্জন ওঠে । লাইভে এসে নিজেদের সমীকরণের কথা খোলাখুলি আলোচনা করেছিলেন ওপার বাংলার দুই  তারকা। তাঁরা জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদ হলেও কোনও রকম তিক্ততা নেই তাঁদের মধ্যে। নেটমাধ্যমে চলতে থাকা হেনস্থা নিয়েও সরব হয়েছিলেন মিথিলা ও তাহসান। বিশেষত মিথিলার দিকে ধেয়ে আসা নানা কুমন্তব্য নিয়েও কথা বলেছিলেন বাংলাদেশি গায়ক।

Rafiath rashid mithila
 • 14/14

২০১৭ সালে ভেঙে যায় তাহসান এবং মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। বিবাহ-বিচ্ছেদ হলেও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাহসান-মিথিলা। আয়রাও দুই বাবার স্নেহ-ভালবাসা থেকে বঞ্চিত হয়নি।

Advertisement