টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দে বাংলাদেশি ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতার পর এবার নিউজিল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও কামাল দেখাচ্ছে বাংলাদেশি টাইগাররা।
ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। ফেসবুকে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে আলরাউন্ডার সাকিবের।
তবে এবার এই দুই ক্রিকেটারকেই চ্যালেঞ্জ করে বসলেন অভিনেত্রী পরীমনি। ফলোয়ার সংখ্যায় ইতিমধ্যে মুশফিকুরকে ছাপিয়ে গিয়েছেন পরী। সাকিবের পরেই রয়েছেন ঢালিউডের সুন্দরী নায়িকা।
বাংলাদেশের বিনোদন জগতে এখন সর্বোচ্চ ফলোযার সংখ্যা পরীমনির। তবে এতো দিন সাকিবের ধারের কাছেও ছিলেন না পরী। এখন অবশ্য তিনি আর বেশি পিছিয়ে নেই।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকুর রহিমের ফলোয়ার সংখ্যা ১ কোটি ২৯ লাখ ৫ হাজার ৪৩৫ জন। অলরাউন্ডার সাকিবের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৫৫০। অন্যদিকে নায়িকা পরীমনির ফলোয়ার সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৩৪১ জন।
জানা গেছে, চলতি বছরের জুনের প্রথম দিকে পরীমনির ফলোয়ার সংখ্যা ছিলো ১ কোটি ১৭ লাখ। ৭ জুনের বোট ক্লাব কাণ্ড ও ৪ অগাস্টের গ্রেফতারের পর দুই মাসে ফেসবুকে পরীমনির ফলোয়ার বেড়েছে প্রায় ২৫ লাখ। বাংলাদেশের বিনোদন অঙ্গনে আর কোনো শিল্পীর এতো ফলোয়ার নেই।
এর আগে বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছিলেন পরীমনি। আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস ২০২০ সালে এশিয়ার ডিজিটাল তারকাদের তালিকা প্রকাশ করে৷ তাতেই নাম ছিল পরীর।