scorecardresearch
 
বাংলাদেশ

Saraswati Puja in Dhaka: সরস্বতী আরাধনায় এই ঢাকাই নায়িকা, সঙ্গী ছেলে আব্রাহাম খান

Saraswati Puja in Dhaka
 • 1/11

এপার বাংলার মত ওপার বাংলাতেও ধুমধাম করেই হল সরস্বতী পুজো। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে শনিবার সকালে মুখরিত ছিল পুরান ঢাকাসহ রাজধানী ও সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গন। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মশগুল ছিলেন ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ শাঁখারি বাজার, লক্ষ্মীবাজারের বিভিন্ন গলিতে মণ্ডপে মণ্ডপে হয় মায়ের পুজো। বাড়িতে বাড়িতেও চলে দেবী সরস্বতীর পূজা-অর্চনা

Saraswati Puja in Dhaka
 • 2/11

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজো  উপলক্ষে পুরান ঢাকার বিভিন্ন স্থানে নেওয়া হয়েছিল নানা কর্মসূচি। যদিও করোনার কারণে এবার সীমিত পরিসরে পূজার আয়োজন করা হয়েছিল।

Saraswati Puja in Dhaka
 • 3/11

প্রতিবারই দর্শনার্থী ও ভক্তদের প্রধান আকর্ষণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পুজোকে কেন্দ্র করে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সীমিত পরিসরে সরস্বতী পুজোর আয়োজন হয়।
 

Saraswati Puja in Dhaka
 • 4/11

সরস্বতী পূজা উপলক্ষে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়তেও সরস্বতীপুজোর আয়োজন হয়। এবার করোনার কারণে কেন্দ্রীয়ভাবে একটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়। 

Saraswati Puja in Dhaka
 • 5/11

জাতীয় প্রেসক্লাব, রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির ও রাজারবাগ কালী মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এসময় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
 

Saraswati Puja in Dhaka
 • 6/11


ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকেও দেখা গেল সরস্বতী পুজো করতে।

Saraswati Puja in Dhaka
 • 7/11

একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পুজো করছেন এই নায়িকা।

Saraswati Puja in Dhaka
 • 8/11

পুজোর সময়ের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট  করেন অপু। জানা গেছে, বগুড়ায় অপু বিশ্বাসের গ্রামের বাড়িতে এই পুজো হয়েছে। সেখানে তাদের পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন। 

Saraswati Puja in Dhaka
 • 9/11

বাংলাদেশের  জনপ্রিয় নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়।  অপু ও শাকিব  বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি গোপন রাখেন দুজনে। 
 

Saraswati Puja in Dhaka
 • 10/11

২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। এরপর প্রকাশ করেন বিস্তারিত ঘটনা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম শাকিব-অপুর সন্তানের।

Saraswati Puja in Dhaka
 • 11/11

 এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই তারকা দম্পতির অফিসিয়ালি  বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে অপুর কাছেই থাকে জয়।