দিন কয়েক আগেই জানা গিয়েছে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরিমনী সন্তানসম্ভবা। ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন নায়িকা।
ঢালিউডে সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন চমক দিলেন পরীমনি। এবার একেবারে জনসমক্ষে বিয়ের পিঁড়িতে বসলেন নায়িকা। পাত্র অবশ্য সেই রাজ। এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন দুজনে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় শরিফুল রাজ ও পরীমণির গায়ে হলুদ। শনিবার সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
রাজ ও পরীর গায়ে হলুদে উপস্থিত ছিলেন পরিচালক রেদওয়ান রনি। তিনিই প্রথম ছবিটি শেয়ার করেন। রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী।
শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় গুনিন সিনেমার শুটিং চলাকালে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’।
গিয়াস উদ্দিন সেলিমের গুনিন ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।
গায়ে হলুদে পরীমনি সাজেন হলুদ রঙের শাড়িতে। সঙ্গে ফুলের গয়না। অন্যদিকে রাজের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি। 'রাজপরী' ক্যাপশনে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী স্বয়ং। গায়ে হলুদের পর তাঁদের মেহেন্দির অনুষ্ঠানও সম্পন্ন হয়।
পরীর আনুষ্ঠানিক বিয়েটাও অবশ্য জমকালো হচ্ছে না। ঘরোয়াভাবে খুব সাধারণ বিয়ের আয়োজন হয়েছে। খুব বেশি অতিথিও ছিলেন না। রাজ-পরীর গায়ে হলুদের অনুষ্ঠানও ছিল প্রায় অনাড়ম্বর।
১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি।
অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
দীর্ঘ কেরিয়ারে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরীমনি। এর আগে বিয়ের খবরও শোনা গিয়েছে অভিনেত্রীর। তবে এটি রাজের প্রথম বিয়ে।
হবু সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।