scorecardresearch
 
বাংলাদেশ

Pori Moni-Raj Wedding: শুরু হল 'রাজপরী'র গল্প, অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছাদনাতলায়, ছবিতে দেখুন পরীর বিয়ে

Pori Moni-Raj Wedding
 • 1/18

দিন কয়েক আগেই জানা গিয়েছে বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরিমনী সন্তানসম্ভবা। ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গোপনে বিয়ে করেছেন নায়িকা।

Pori Moni-Raj Wedding
 • 2/18

ঢালিউডে সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন চমক দিলেন পরীমনি। এবার একেবারে জনসমক্ষে বিয়ের পিঁড়িতে বসলেন নায়িকা। পাত্র অবশ্য সেই রাজ। এবার  আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন দুজনে।
 

Pori Moni-Raj Wedding
 • 3/18

শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় শরিফুল রাজ ও পরীমণির গায়ে হলুদ। শনিবার  সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

Pori Moni-Raj Wedding
 • 4/18

রাজ ও পরীর গায়ে হলুদে উপস্থিত ছিলেন পরিচালক রেদওয়ান রনি। তিনিই প্রথম ছবিটি শেয়ার করেন।  রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। 
 

Pori Moni-Raj Wedding
 • 5/18

দুই তারকার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপস্থিতিতে পরী ও রাজের গায়েহলুদের অনুষ্ঠান হয়।

Pori Moni-Raj Wedding
 • 6/18

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায়  গুনিন সিনেমার শুটিং চলাকালে পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে, যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’।
 

Pori Moni-Raj Wedding
 • 7/18

গিয়াস উদ্দিন সেলিমের  গুনিন ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।
 

Pori Moni-Raj Wedding
 • 8/18

এরপর  ১০ জানুয়ারি পরীমনি নিজের প্রেমকাহিনীর বিস্তারিত তুলে ধরেন ভক্ত-অনুরাগীদের সামনে।
 

Pori Moni-Raj Wedding
 • 9/18

গায়ে হলুদে পরীমনি সাজেন হলুদ রঙের শাড়িতে। সঙ্গে ফুলের গয়না। অন্যদিকে রাজের পরনে হলুদ রঙের পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি। 'রাজপরী' ক্যাপশনে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী স্বয়ং। গায়ে হলুদের পর তাঁদের মেহেন্দির অনুষ্ঠানও সম্পন্ন হয়।
 

Pori Moni-Raj Wedding
 • 10/18

পরীর  আনুষ্ঠানিক বিয়েটাও অবশ্য জমকালো হচ্ছে না।  ঘরোয়াভাবে খুব সাধারণ বিয়ের আয়োজন হয়েছে। খুব বেশি অতিথিও ছিলেন না।  রাজ-পরীর গায়ে হলুদের অনুষ্ঠানও ছিল প্রায় অনাড়ম্বর। 

Pori Moni-Raj Wedding
 • 11/18

১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি।

Pori Moni-Raj Wedding
 • 12/18

অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।
 

Pori Moni-Raj Wedding
 • 13/18

শনিবার রাত ১১টায় পরীর বনানীর বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই তারকা দম্পতি। 
 

Pori Moni-Raj Wedding
 • 14/18


 সেই আয়োজনে লজ্জাবতী রূপে দেখা মিলেছে পরীর।
 

Pori Moni-Raj Wedding
 • 15/18

আর রাজকে দেখা গেছে  হাস্যোজ্জ্বল । 

Pori Moni-Raj Wedding
 • 16/18

দীর্ঘ কেরিয়ারে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরীমনি। এর আগে বিয়ের খবরও শোনা গিয়েছে অভিনেত্রীর। তবে এটি রাজের প্রথম বিয়ে।
 

Pori Moni-Raj Wedding
 • 17/18

হবু  সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।

Pori Moni-Raj Wedding
 • 18/18


মাদকচক্রে নাম জড়ানোর পর থেকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাতে হয় এই অভিনেত্রীকে। তবে এবার সেই সবকিছু থেকে দূরে সরিয়ে  জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পরীমনি। রাজপরীর জন্য আজতক বাংলার পক্ষ থেকে থাকলো অনেক শুভেচ্ছা।