‘মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে, নিজেকে নিয়ে ভাবুন’,সোশ্যালে এবার ঝড় তুললেন মিথিলা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের পুরনো ঘর ভাঙার গল্প থেকে শুরু করে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা, এমনি একান্ত ব্যক্তিগত নানা বিষয় নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন মিথিলা। একাধিকবার হেনস্তাও হতে হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এই বিষয়ে এতদিন একেবারেই চুপ ছিলেন অভিনেত্রী। কিন্তু এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দগদগে অভিজ্ঞতা এবং সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি এক শ্রেণীর পুরুষদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন সৃজিত ঘরণী।

Advertisement
Cyber Bullying নিয়ে এবার সরব মিথিলা, ১ মিনিটের ভিডিওতে উঠল ঝড়Rafiath Rashid Mithila
হাইলাইটস
  • সাইবার বুলিং-এর শিকার হয়েছেন বারবার
  • অভিনেত্রীর চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্যও করা হয়েছে
  • এবার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরলেন মিথিলা

সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের আড়ালে চলতে থাকা অনলাইন হেনস্থার বিরুদ্ধে এবার আওয়াজ তুললেন বাংলাদেশের বিখ্যাত মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করে অনলাইন হেনস্থা নিয়ে মতামত জানালেন তিনি। বাংলাদেশের শিল্পীদের মধ্যে সাম্প্রতিককালে সম্ভবত সবচেয়ে বেশি সাইবার বুলিং-এর শিকার হয়েছেন অভিনেত্রী-কণ্ঠশিল্পী মিথিলা। তবে এই প্রথম,  স্পষ্ট ভাষায় বললেন, ‘মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে, নিজের জীবন নিয়ে ভাবুন।’

চেনেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের? তালিকায় নির্মলা ও হাসিনাও

রেলপথে যুক্ত হচ্ছে ঢাকা-শিলিগুড়ি, মার্চেই চলবে যাত্রীবাহী ট্রেন

জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের পুরনো ঘর ভাঙার গল্প থেকে শুরু করে এপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধা, এমনি একান্ত ব্যক্তিগত নানা বিষয় নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন মিথিলা। একাধিকবার হেনস্তাও হতে হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। এই বিষয়ে এতদিন একেবারেই চুপ ছিলেন অভিনেত্রী। কিন্তু এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দগদগে অভিজ্ঞতা এবং সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি এক শ্রেণীর পুরুষদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন সৃজিত ঘরণী।

সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি এক শ্রেণীর পুরুষদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন সৃজিত ঘরণী
সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি এক শ্রেণীর পুরুষদের ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুললেন সৃজিত ঘরণী

গত শুক্রবারই নিজের ইনস্টাগ্রামে । #16daysofactivism এই হ্যাশট্যাগ দিয়ে  মিথিলা পোস্ট করলেন একটি ভিডিও বার্তা। যেখানে তিনি বলেন, ‘প্রতিটি মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। এবং সেই সিদ্ধান্তগুলো তার জীবনকেই প্রভাবিত করে। আপনার জীবনকে না।’ তিনি আরও যোগ করেন, ‘অথচ আমরা অনেকেই আছি, যাদের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহ। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে দ্বিধা করি না। সোশ্যাল মিডিয়াতে নারীদের উত্যক্ত করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা- এসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রাধান্য দিতে হবে অন্যের সিদ্ধান্তকে।’

 

মিথিলার পেশাগত সাফল্যের চেয়েও বেশি তাঁর ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভাঙাগড়া জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রীর চরিত্র নিয়ে কুরুচিকর কথা বলতেও দ্বিধা বোধ করেনি নেটিজনদের একাংশ। তাই ১ মিনিট ৯ সেকেন্ডের  ভিডিওতে মিথিলা বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরেছেন।  এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য অন্যের অনুভূতিকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তবে মিথিলার এমন পোস্টেও বাংলাদেশে বিতর্ক থেমে নেই। নেটিজেনদের  অনেকেই মিথিলাকে অন্যের সমালোচনার পূর্বে নিজেকে শুধরানোর পরামর্শ দিয়েছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement