
বাংলাদেশের নড়াইল জেলায় ফেসবুক পোস্টে নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা এক যুবকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে কয়েকজন। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র জানান, এ ঘটনায় আকাশ সাহা ও তার বাবা অশোক সাহাকে আটক করেছে পুলিশ।
১৪ জুলাই অবমাননাকর মন্তব্যের অভিযোগ
ইন্সপেক্টর বলেন, আকাশ সাহা ১৪ জুলাই ফেসবুক পোস্টে নবী মুহাম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন। ওই পোস্টের পর বিকেলে আকাশের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে কয়েকজন। বিক্ষুব্ধ জনতা তার বাড়ির একাংশে আগুন ধরিয়ে দেয়। পুলিশ কর্তা বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামে পৌঁছে আকাশ সাহা ও তার বাবাকে হেফাজতে নেন।
আকাশ সাহার বাবাকে জিজ্ঞাসাবাদ
ওই কর্মকর্তা আরও জানান, আকাশ সাহা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর পুলিশ, স্থানীয় লোকজন ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। দিঘলিয়া সংঘ পরিষদের সভাপতি সৈয়দ বোরহান উদ্দিন বলেন, 'যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা প্রশাসনের সঙ্গে নিরন্তর কাজ করে যাচ্ছি'।
এর আগে ১৮ জুন নড়াইলের একটি হিন্দু কলেজের অধ্যক্ষকে জুতর মালা পরাতে বাধ্য করা হয়। ফেসবুকে নূপুর শর্মার একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।