Hindus of Bangladesh: ‘জমি নিয়ে পাড়ার ঝগড়া’, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার খবর নস্যাৎ ইউনূসের

Hindus in Bangladesh: 'বাংলাদেশে হিন্দুদের উপর কোনও হামলা হয়নি, সবই ভারতের ফেক নিউজ', দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস(Muhammad Yunus)।

Advertisement
‘জমি নিয়ে পাড়ার ঝগড়া’, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার খবর নস্যাৎ ইউনূসেরবাংলাদেশের হিন্দু নির্যাতনের সংবাদ রিপোর্ট নিয়ে যা বললেন ইউনূস।
হাইলাইটস
  • 'বাংলাদেশে হিন্দুদের উপর কোনও হামলা হয়নি, সবই ভারতের ফেক নিউজ', দাবি ইউনূসের।
  • সম্প্রতি মার্কিন সাংবাদিক মেহদি হাসানের এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
  • সাম্প্রতিক অতীতে বারবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে।

Hindus in Bangladesh: 'বাংলাদেশে হিন্দুদের উপর কোনও হামলা হয়নি, সবই ভারতের ফেক নিউজ', দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস(Muhammad Yunus)। সম্প্রতি মার্কিন সাংবাদিক মেহদি হাসানের এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক অতীতে বারবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেগুলি সবই 'ভুয়ো' বলে দাবি করলেন ইউনূস।

তিনি বলেন, 'এখন ভারতের সবচেয়ে বড় সমস্যা হল ফেক নিউজ। একের পর এক মিথ্যা খবর ছড়ানো হচ্ছে।' তাঁর দাবি, বাংলাদেশে যেসব ঝামেলা বা অশান্তির খবর ছড়ানো হচ্ছে, তার কোনওটিই ধর্মীয় নয়। 'গ্রামে-গঞ্জে জমি বা পাড়ার বিবাদ থেকেই ঝগড়া হয়। এগুলিকে ধর্মীয় রঙ দেওয়া হচ্ছে, যা একেবারেই ঠিক নয়,' বলেন তিনি।

আরও পড়ুন: ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, হঠাত্‍ নাহিদ, সারজিসদের মুখে 'সেফ এগজিট', কেন?

শেখ হাসিনার পতনের পর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার খবর প্রকাশিত হয়েছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে ইউনূস স্পষ্ট বলেন, 'সরকার এসব ব্যাপারে খুব সতর্ক। কারণ ভারত বারবার এই বিষয়টাকে হাতিয়ার করে চাপ তৈরি করার চেষ্টা করে।'

তিনি আরও বলেন, 'এই সব খবরের বেশিরভাগটাই মনগড়া। বাস্তবে বাংলাদেশে এমন কোনও পরিস্থিতি নেই।'

প্রসঙ্গত, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকাসহ একাধিক শহরে সাম্প্রদায়িক অশান্তির খবর ছড়ায়। এমনকি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন যে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন। তবে ইউনুস সেই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, 'এখন বাংলাদেশে ঠিক কী চলছে সেই বিষয়ে ট্রাম্পের আদৌ কোনও ধারণা আছে? উনি আদৌ এমন কিছু বলেছেন কি না, সেটাও স্পষ্ট নয়।'

অন্যদিকে, গত নভেম্বর মাসে প্রায় ৩০ হাজার হিন্দু নাগরিক ঢাকায় মিছিল করেন। তাঁদের দাবি ছিল, সরকার যেন সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করে। সেই সঙ্গে হিন্দু নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা তুলে নেওয়া হয়। বিশেষত, ভিক্ষু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: সাগরে জাহাজ ও ড্রোন নামাল বাংলাদেশ, ইলিশ বাঁচাতে আর কী করছেন ইউনূস?

Advertisement

এই বিষয়ে ইউনূস বলেন, 'বাংলাদেশের হিন্দুদের আমি বারবার বলি, নিজেদের শুধু হিন্দু হিসাবে ভাবলে চলবে না। নিজেদের দেশের নাগরিক হিসেবে ভাবুন। বলুন, আমি এই দেশের নাগরিক, তাই রাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা চাওয়ার অধিকার আমার আছে। তখনই আপনারা আরও বেশি সুরক্ষা পাবেন।'

POST A COMMENT
Advertisement