scorecardresearch
 

বৌভাতে প্রীতিভোজে কম পড়েছে মাংস! বরিশালে বর ও কনেপক্ষের সংঘর্ষ প্রাণ গেল কাকার

চলছিল বৌভাতের অনুষ্ঠান। চারদিকে উৎসবের মেজাজ। সবাই খুশিতে মশগুল। আর তার মাঝেই ঘটে গেল বিপত্তি। অভিযোগ অনুষ্ঠান বাড়িতে খাবারের পাতে মাংস কম দেওয়া হয়েছে। আর তাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ল বর ও কনে পক্ষ। দিনের শেষে ঘটনায় প্রাণ গেল একজনের। ঘটনাস্থল বাংলাদেশের বরিশাল। নিহত ব্যক্তি বরের কাকা বলে জানা যাচ্ছে।

Advertisement
প্রতীকি ছবি প্রতীকি ছবি
হাইলাইটস
  • বৌভাতের অনুষ্ঠান চলাকালীন খাবার নিয়ে ঝামেলা
  • খাবার পাতে মাংস কম দেওয়া হয়েছে অভিযোগ কনপক্ষের
  • প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়ালো দুইপক্ষ

চলছিল বৌভাতের অনুষ্ঠান। চারদিকে উৎসবের মেজাজ। সবাই খুশিতে মশগুল। আর তার মাঝেই ঘটে গেল বিপত্তি। অভিযোগ অনুষ্ঠান বাড়িতে খাবারের পাতে মাংস কম দেওয়া হয়েছে। আর তাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ল বর ও কনে পক্ষ। দিনের শেষে ঘটনায় প্রাণ গেল একজনের। ঘটনাস্থল বাংলাদেশের বরিশাল। নিহত ব্যক্তি বরের কাকা বলে জানা যাচ্ছে। 

জামিনে মুক্ত ৪৪ শতাংশ সন্দেহভাজন জঙ্গি, বাংলাদেশে বাড়ছে জেহাদিদের সক্রিয়তা?

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাপদাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে মঙ্গলবার বিকেলে বিয়ের আসর বসেছিল। জানা যাচ্ছে কয়েক দিন আগে রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজিব মীরের সাথে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে কনেপক্ষের প্রায় পঞ্চাশজন  আত্মীয়-স্বজন রফিয়াদি গ্রামে বরের বাড়িতে আসেন। অভিযোগ, প্রীতিভোজ চলাকালীন একপর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের আত্মীয়দের মধ্যে প্রথমে তর্ক ও কথা কাটাকাটি শুরু হয়। এরপর শুরু হয় হাতাহাতি। এই ঘটনা চলাকালীন আজদার মীর নামে বছর পয়ষট্টির এক ব্যক্তির মৃত্যি হয়। যিনি আবার সম্পর্কে সাজিব মীরের কাকা। 

ভারতের পথেই বাংলাদেশ, Covishield পেতে সিরামকে অগ্রিম ৬০০ কোটি টাকা

পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক জাহিদ বিন আলম জানান,  লাঠির আঘাতে মৃত্যু হয় আজহার মীরের। ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কোনও মামলাও দায়ের হয়নি। 

 


Advertisement