scorecardresearch
 
Advertisement

Dhaka Fire Incident: ঢাকার বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ৪৩

Dhaka Fire Incident: ঢাকার বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ৪৩

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গতরাতে বেইলি রোড এলাকার একটি বহুতলে আগুন লেগে কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে, জখম আরও ২২। জখমদের শারীরিক অবস্থা সঙ্কটজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ওই বহুতলে প্রথম তলায় থাকা একটি রেস্তরাঁতে প্রথম আগুন লাগে। পরে বহুতলের অন্য অংশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩টি ইঞ্জিন। রাত ১১টা ৫০ মিনিট নাগাদ দমকলের ১৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, ৭৫ জনকে ওই বহুতল থেকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৪২ জন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩ জন ও অন্য একটি হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ প্রশাসন।

Advertisement