Advertisement

Exclusive Video: 'আমি সংসারী, শুধু বউটাই নেই,' প্রেম-সিক্রেট 'রাসমণি'-র রাজচন্দ্রের

‘করুণাময়ী রাণী রাসমণি’ তাঁকে পরিচিতি দিয়েছে। তবে বাংলাদেশে এখন চুটিয়ে অভিনয় করছেন গাজী আবদুন নূর। সামনেই শুরু হতে চলেছে তাঁর তৃতীয় ছবির শ্যুটিং। সেই নিয়ে আজতক বাংলার দর্শকদের জন্য মুখ খুললেন নূর। জানালেন জীবনের প্রথম প্রেমের কথা। বিয়ে নিয়েও উত্তর দিলেন চোখা চোখা প্রশ্নের। আর এসবের মাঝে কলকাতাকে কতটা ভালবাসেন সেটাও বলতে ভোলেননি নূর। অভিনেতার ব্যক্তিগত জীবনের অনেক অজানা গল্প উঠে এসেছে আজতক বাংলার এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে।

Advertisement