বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু মহিলাকে শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে মূল অভিযুক্ত ফজর আলিকে গ্রেপ্তার করা হয়েছে সায়েদাবাদ থেকে। অন্যদিকে ঘটনার সময় ভিডিও তুলে তা ভাইরাল করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আরও চারজনকে। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন নির্যাতিতার পরিবার। এই ঘটনার পর নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
Violence on Hindu woman in Muradnagar Comilla five arrested